Wellcome to National Portal
Main Comtent Skiped

Future Plan

অত্র কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট,গাইবান্ধার প্রায় সকল কার্যক্রম পরিচালিত হয় ডিপ্লোমা কৃষিবিদ তৈরির উদ্দেশ্যে। অথচ অত্র প্রতিষ্ঠানে রয়েছে প্রায় ২৮.৬৭ হেক্টর জমি। যাতে রয়েছে, প্রশাসনিক ভবন, কর্মকর্তা কর্মচারীদের আবাসিক ভবন, অতিথি ভবন, শিক্ষার্থী হোস্টেল (পুরুষ ও মহিলা), পুকুর, উদ্যান নার্সারি, নিরাপদ সবজি উৎপাদন কর্ণার, মিশ্র ফল বাগান, খেলার মাঠ এবং সর্বপরি অত্র প্রতিষ্ঠানের কৃষি ডিপ্লোমা ও বিএজিএড কোর্স পরিচালনার জন্য রয়েছে ঘোল (১৬) জন বিভিন্ন পর্যায়ের প্রথম শ্রেনীর কর্মকর্তা, একজন উপ-সহকারী প্রকৌশলী, তিনজন উপ-সহকারী প্রশিক্ষকসহ সহ মোট পঞ্চাশ (৫০) জন। এত বিপুল সংখ্যক কর্মকর্তা/কর্মচারী ও বিশাল আয়তনের ফার্ম থাকা সত্তেও অত্র প্রতিষ্ঠানটি শুধু বিদ্যাপীঠ হিসেবে ব্যবিহূত হয়ে আসছে।

     কৃষি সম্প্রসারণ অধিদপ্তর(ডিএই)- এর দায়িত্ব হলো সকল শ্রেণীর কৃষকদেরকে  তাদের চাহিদা ভিত্তিক ফলপ্রসু ও কার্যকর সম্প্রসারণ সেবা প্রদান করা যাতে তারা তাদের সম্পদের সর্বোত্তম ব্যবহার করে স্থায়ী কৃষি ও আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখতে পারে। এছাড়া ডিএই- এর ভিশন হচ্ছে ফসলের টেকশই ও লাভ জনক উৎপাদন। এই টেকশই ও লাভজনক ফসল উৎপাদন বৃদ্ধি নিশ্চিতকরণের লক্ষ্যে দক্ষ, ফলপ্রসু, এলাকানির্ভর, চাহিদাভিত্তিক এবং সমন্বিত কৃষি সম্প্রসারণ সেবা প্রদানের মাধ্যমে সকল শ্রেণীর কৃষকদের প্রযুক্তি জ্ঞান ও দক্ষতা বৃদ্ধিকরণ প্রয়োজন।

     ডিএই-এর এ সকল উদ্দেশ্য, মিশন ও ভিশনকে বাস্তবে রূপদান করতে প্রয়োজন সেবা প্রদান কার্যক্রমের উন্নয়ন। আর এ সেবা মাঠ পর্যায়ে পৌছে দিয়ে থাকেন আমাদের উপজেলা ‍কৃষি কর্মকর্তা, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও সর্বোপরি মাঠ কর্মী উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ। আর আমাদের এ সকল মাঠ কর্মীদের দক্ষতা উন্নয়নে প্রয়োজন প্রশিক্ষণ। অত্র জেলাসহ আশেপাশের চারটি (০৪) জেলার মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা/কর্মচারীদের দক্ষতা উন্নয়নে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এ.টি.আই), গাইবান্ধা হতে পারে দক্ষতা উন্নয়নের কেন্দ্রবিন্দু। অত্র প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে ক্ষুদ্র পরিসরে পরিচালিত হয়েছে কৃষিক প্রশিক্ষণ, এসএএও প্রশিক্ষণ, এইও প্রশিক্ষণ এবং ইউএও প্রশিক্ষণ। এরই ধারাবাহিকতায় অত্র প্রতিষ্ঠানের অপার সম্ভবনাকে কাজে লাগিয়ে এবং অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন সীমাবদ্ধতাকে উত্তোরণের মাধ্যমে অত্র অঞ্চলের কৃষিকে আরও উন্নত পর্যায়ে এগিয়ে নিতে এ.টি.আই, গাইবান্ধা হতে পারে মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক প্রশিক্ষণের পূর্ণাঙ্গ কেন্দ্র।